উপদেষ্টা সম্পাদক : জেড. এম. এ মাজেদ। সম্পাদক : সালাহ উদ্দিন মাহমুদ। ব্যবস্থাপনা সম্পাদক : মো. মোছলেহ উদ্দিন । নির্বাহী সম্পাদক : নুরুদ্দিন আহমেদ। সহ-সম্পাদক : মমিন উদ্দিন ও মঈন উদ্দিন। সম্পাদনা সহযোগী : সোহেলী সুলতানা, সুমাইয়া বিনতে আ. মাজেদ ও মিথিলা ফারজানা। ই-মেইল : smahmud15@yahoo.com, আলাপ : ০১৭২৫৪৩০৭৬৩। যোগাযোগ : রাবেয়া কুঞ্জ, উত্তর উরার চর, কালকিনি, মাদারীপুর, বাংলাদেশ।
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৩
সালাহ উদ্দিন মাহমুদ-এর প্রেমের কবিতা
১. তোমাকে দিলাম
তোমাকে দিলাম ভালোবাসার প্রথম প্রহর-
ভোরের শিশির একখন্ড আকাশ।
তোমাকে দিলাম ফাগুনের রঙ- দখিনা বাতাস।
তোমাকে দিলাম সবটুকু অনুভূতি- জীবনের কিছু স্মৃতি।
তোমাকে দিলাম ডাহুকের লুকোচুরি,
মাছরাঙার শিকার স্বচ্ছ কালোজল দিঘির।
তোমাকে দিলাম সবটুকু আবেগ- জীবনের গতিবেগ।
তোমাকে দিলাম আকাশের নীল- সাগরের শঙ্খচিল।
তোমাকে দিলাম এই আমি সবটুকু প্রেম আমার
অনাকাক্সিক্ষত ছোঁয়া উষ্ণতার।
২. অপ্রত্যাশিত ভালোবাসা
একটি সুদৃশ্য মোড়ক আমায় বিহ্বল করে।
কি আছে এর অন্তর্নিহিত সারমর্ম?
প্রশ্নের পাহাড় বুকে নিয়ে ঝুকে পড়িÑ
প্রতিটি ভাঁজ খুলতে খুলতে আমি ক্লান্ত।
কাক্সিক্ষত বস্তুর কোন গন্ধ নেই।
মনে কল্পনার নানাবিধ জাল বুনি!
মোড়কের ভেতর মোড়কÑÑ
এক
দুই
তিন...
চতুর্দশ মোড়ক খুলতেই
বাতাসে উড়ে যায় ছোট্ট চিরকুট।
তাতে লেখাÑ
‘বাতাসে উড়িয়ে দিলাম আমার প্রথম ভালোবাসা।’
৩. কোথাও পাবি না খুঁজে প্রেম
তাকিয়ে দেখ জীবনের যত ছবি
খুঁজে পাবি হাজার রঙ,
জীবনের অলি-গলি পার হয়ে
সেজেছিস কতবার সঙ।
লাল-নীল-বেগুনি কিংবা হলুদ
স্বপ্নের রঙ শাদা-কালো,
রঙিন ছবির মাঝে জীবনের আড়ালে
কোথাও পাবি না খুঁজে আলো।
চেয়ে চেয়ে দেখ কত ঝরা ফুল
পেতে পারিস কত গন্ধ,
কোথাও পাবি না খুঁজে প্রেম
হলে চোখ থাকতে অন্ধ।
কালকিনি, মাদারীপুর
০৩ এপ্রিল ২০১৩
তোমাকে দিলাম ভালোবাসার প্রথম প্রহর-
ভোরের শিশির একখন্ড আকাশ।
তোমাকে দিলাম ফাগুনের রঙ- দখিনা বাতাস।
তোমাকে দিলাম সবটুকু অনুভূতি- জীবনের কিছু স্মৃতি।
তোমাকে দিলাম ডাহুকের লুকোচুরি,
মাছরাঙার শিকার স্বচ্ছ কালোজল দিঘির।
তোমাকে দিলাম সবটুকু আবেগ- জীবনের গতিবেগ।
তোমাকে দিলাম আকাশের নীল- সাগরের শঙ্খচিল।
তোমাকে দিলাম এই আমি সবটুকু প্রেম আমার
অনাকাক্সিক্ষত ছোঁয়া উষ্ণতার।
২. অপ্রত্যাশিত ভালোবাসা
একটি সুদৃশ্য মোড়ক আমায় বিহ্বল করে।
কি আছে এর অন্তর্নিহিত সারমর্ম?
প্রশ্নের পাহাড় বুকে নিয়ে ঝুকে পড়িÑ
প্রতিটি ভাঁজ খুলতে খুলতে আমি ক্লান্ত।
কাক্সিক্ষত বস্তুর কোন গন্ধ নেই।
মনে কল্পনার নানাবিধ জাল বুনি!
মোড়কের ভেতর মোড়কÑÑ
এক
দুই
তিন...
চতুর্দশ মোড়ক খুলতেই
বাতাসে উড়ে যায় ছোট্ট চিরকুট।
তাতে লেখাÑ
‘বাতাসে উড়িয়ে দিলাম আমার প্রথম ভালোবাসা।’
৩. কোথাও পাবি না খুঁজে প্রেম
তাকিয়ে দেখ জীবনের যত ছবি
খুঁজে পাবি হাজার রঙ,
জীবনের অলি-গলি পার হয়ে
সেজেছিস কতবার সঙ।
লাল-নীল-বেগুনি কিংবা হলুদ
স্বপ্নের রঙ শাদা-কালো,
রঙিন ছবির মাঝে জীবনের আড়ালে
কোথাও পাবি না খুঁজে আলো।
চেয়ে চেয়ে দেখ কত ঝরা ফুল
পেতে পারিস কত গন্ধ,
কোথাও পাবি না খুঁজে প্রেম
হলে চোখ থাকতে অন্ধ।
কালকিনি, মাদারীপুর
০৩ এপ্রিল ২০১৩
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)