শনিবার, ৬ এপ্রিল, ২০১৩

সালাহ উদ্দিন মাহমুদ-এর কবিতা

# উত্তরাধিকার

এ কেমন আচানক বিষণœ দুপুর, পাখির ডানার ভাঁজে ভাঁজে উড়ন্ত মেঘ।
আলো আঁধারির লুকোচুরি, ফিকে হয়ে আসে দিগন্তের হাসি।
কুয়াশার আড়ালে উঁকি মারেÑ প্রিয়তমার ফ্যাকাশে মুখ।
এ কেমন কর্মহীন অলস দুপুর, রমনীর শরীরের ভাঁজে ভাঁজে সুখ।
শৃংগারে শিৎকারে কাতরতা, ভাবি প্রজন্মের প্রত্যাশিত আলো।
সঙ্গমের আড়ালে উঁকি মারেÑ আগামীর সুযোগ্য উত্তরাধিকার।

# তোমার স্বপ্ন ঘুমিয়ে আছে

তুমি বললে, আমার কোন স্বপ্ন নেই। আমি শুনে খুশি হলাম-
আশ্চার্যান্বিতও বটে। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে?
অবুঝ শিশু, অন্ধ-বোবা সবার যদি স্বপ্ন থাকে
তোমার কেন থাকতে নেই।
তুমিতো পরিপূর্ণ মানবীÑ কোন জড় পদার্থ নও।

সমীকরণটা কেমন এলোমেলো কোন সুত্রেই ঠিক মিলল না।
স্বপ্ন আছে বলে আমরা আছি, আমারা থাকলে স্বপ্নও থাকবে।
তুমি না চাইলেও ঘুরে ফিরে স্বপ্ন আসবে তোমার কাছে।
তোমাকে পথ দেখাবে, ঘুম পাড়ানি গান শোনাবেÑ
নিয়ে যাবে সীমাহীন গন্তব্যে।

একদিন তুমি স্বপ্নের দেখা পাবে, হবে স্বপ্নের সাথে খুনসুটি।
স্বপ্নের সাথে হবে ঘর-গেরস্থালি, প্রজন্মের পর প্রজন্ম।
এখনো তোমার বুঝতে বাকি- তোমার স্বপ্ন ঘুমিয়ে আছে তোমার মনের গহীণে।

কালকিনি, মাদারীপুর
০৭ এপ্রিল ২০১৩
০১৭২৫৪৩০৭৬৩