শনিবার, ২০ এপ্রিল, ২০১৩

কালকিনিতে জেজেডি ফ্রেন্ডস ফোরামের বর্ষবরণ


সালাহ উদ্দিন মাহমুদ:
‘আইলো আইলো আইলোরে, রঙ্গে ভরা বৈশাখ আমার আইলোরে’- স্লোগানকে সামনে রেখে শুভ নববর্ষ ১৪২০ বঙ্গাব্দ উপলক্ষে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কালকিনির উদ্যোগে প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা, বাঙলার চিরায়ত ঐতিহ্য পান্তা-ইলিশ ভোজন, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
যায়যায়দিনের কালকিনি প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে জাহিদ হাসানের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে আজিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের সমাজ কর্ম বিভাগের প্রধান অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, কবি ও কথাসাহিত্যিক আকন মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা সরদার লোকমান হোসেন ও মসিউর রহমান সবুজ। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, খায়রুল আলম ও সাধারণ সম্পাদক খন্দকার শামীম হোসাইন। সাংস্কৃতিক পর্বে আবৃত্তি করেন জাহিন, জাবির, মীম, রাইসা, ফারিহা ও সালাহ উদ্দিন মাহমুদ। সংগীত পরিবেশন করে মানসী. আসমাউল ইসলাম, রাফিয়া, শফিউল, সিফাত, ফাহিম ও মুহিত। নৃত্য পরিবেশন করে রাফিয়া ও সায়মা। সবশেষে শিল্পীদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সালাহ উদ্দিন মাহমুদ,
যুগ্ম আহ্বায়ক, ফ্রেন্ডস ফোরাম
কালকিনি।
০১৭২৫৪৩০৭৬৩


কালকিনিতে ‘বৈচাপাগল’ মঞ্চস্থ

অপর্ণা দাস :
‘দেশীয় সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেল বন্ধন’- শীর্ষক কর্মসূচীর আওতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, মাদারীপুরের ব্যবস্থাপনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পরিবেশনায় সালাহ উদ্দিন মাহমুদ এর রচনায় আ জ ম কামালের নির্দেশনায় স্বপ্ন ও দ্রোহের নাটক কেন্দ্রীক প্রযোজনা ‘বৈচাপাগল’ মঞ্চস্থ হয়।
গত ১৬ এপ্রিল সোমবার রাত ৯ টায় কালকিনি উপজেলা প্রশাসন আয়োজিত বৈশাখী মেলা মঞ্চে নাটকে অভিনয় করেন সালাহ উদ্দিন মাহমুদ, বি এ কে মামুন, নাহিদুল ইসলাম মুকুল, শান্ত কুমার, সঞ্জীব তালুকদার, সাইফুল ইসলাম, আহসান হাবীব, পলাশ হোসেন, মাহমুদা খানম, ঝুমা আক্তার, শাকিলা আক্তার, অপর্ণা দাস, নিপা, রোমানা, সজল নন্দী ও সাকিব মাহমুদ।