## ঝড়কে আমি করিনা ভয়-
ঝড়কে আমি করিনা ভয়-
কী আছে আমার?
কিইবা ধ্বংস হবে?
ভয় নেই কিছু ধ্বসে পড়ার
ভয় নেই কিছু উড়ে যাবার
বিরাণ পৃথিবী আমার,
বিরাণ বাড়ি-ঘর।
কাঁপাতে পারে না মন
কোন বৈশাখী ঝড়।
## আমি আজ আর প্রেমের কবিতা লিখিনা
আমি আজ আর প্রেমের কবিতা লিখিনা।
বিদ্রোহ গর্জে উঠেছে মনে,
অন্তরে অতৃপ্তি নিয়ে ভালোবাসা যায় কি কিছু?
ক্ষিপ্ততার অগ্নুৎপাতে ছাড়খাড় হয়ে গেছে প্রেম
জাগতিক স্বার্থপরতা কুড়ে কুড়ে খাচ্ছে মানবতা।
যেখানে এখনো ‘মানুষ মানুষের জন্য’
হতে পারেনি আলোর দিশারী
অন্ধকারে হাতড়ে চলে আমার প্রিয় স্বদেশ
স্বার্থান্বেষী ধর্মান্ধতা আর পোয়াবারো রাজনীতি
ঝরায় প্রতিনিয়ত রক্তধারা।
সেখানে প্রেমের কবিতা চুলায় যাকÑ
প্রেমিকারা সব মুখ লুকাক আড়ালে
এবার হবে দ্রোহের গান,
জেগে উঠুক ভয়হীন মৃত্যুহীন প্রাণ।
অস্ত্রের মতো শাণিত হোক সোনার দোয়াত
ক্লিক ক্লিক শব্দে জন্ম হোক ফটোগ্রাফÑ
যেখানে নেই কোন প্রেমিকার মুখ
যেখানে নেই যুগলবন্দী স্মৃতির আঁচড়।
কবিতার মঞ্চে এখন প্রিয়তমার স্তুতি ভালো লাগেনা
ফ্যাকাশে হয়ে আসে সকল আবেগ,
গর্জে ওঠে ফুসে ওঠে আর্ত শব্দাবলীÑ
কন্ঠে উচ্চারিত হয় দ্রোহের ভাষণ,
‘অজো আমি বাতাসে লাশের গন্ধ পাই’ কিংবা
‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা...’
হয়ে ওঠে আরাধনার প্রথম পাঠ।
বি:দ্র: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত আবৃত্তি উৎসব থেকে ফিরে।
ঝড়কে আমি করিনা ভয়-
কী আছে আমার?
কিইবা ধ্বংস হবে?
ভয় নেই কিছু ধ্বসে পড়ার
ভয় নেই কিছু উড়ে যাবার
বিরাণ পৃথিবী আমার,
বিরাণ বাড়ি-ঘর।
কাঁপাতে পারে না মন
কোন বৈশাখী ঝড়।
## আমি আজ আর প্রেমের কবিতা লিখিনা
আমি আজ আর প্রেমের কবিতা লিখিনা।
বিদ্রোহ গর্জে উঠেছে মনে,
অন্তরে অতৃপ্তি নিয়ে ভালোবাসা যায় কি কিছু?
ক্ষিপ্ততার অগ্নুৎপাতে ছাড়খাড় হয়ে গেছে প্রেম
জাগতিক স্বার্থপরতা কুড়ে কুড়ে খাচ্ছে মানবতা।
যেখানে এখনো ‘মানুষ মানুষের জন্য’
হতে পারেনি আলোর দিশারী
অন্ধকারে হাতড়ে চলে আমার প্রিয় স্বদেশ
স্বার্থান্বেষী ধর্মান্ধতা আর পোয়াবারো রাজনীতি
ঝরায় প্রতিনিয়ত রক্তধারা।
সেখানে প্রেমের কবিতা চুলায় যাকÑ
প্রেমিকারা সব মুখ লুকাক আড়ালে
এবার হবে দ্রোহের গান,
জেগে উঠুক ভয়হীন মৃত্যুহীন প্রাণ।
অস্ত্রের মতো শাণিত হোক সোনার দোয়াত
ক্লিক ক্লিক শব্দে জন্ম হোক ফটোগ্রাফÑ
যেখানে নেই কোন প্রেমিকার মুখ
যেখানে নেই যুগলবন্দী স্মৃতির আঁচড়।
কবিতার মঞ্চে এখন প্রিয়তমার স্তুতি ভালো লাগেনা
ফ্যাকাশে হয়ে আসে সকল আবেগ,
গর্জে ওঠে ফুসে ওঠে আর্ত শব্দাবলীÑ
কন্ঠে উচ্চারিত হয় দ্রোহের ভাষণ,
‘অজো আমি বাতাসে লাশের গন্ধ পাই’ কিংবা
‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা...’
হয়ে ওঠে আরাধনার প্রথম পাঠ।
বি:দ্র: বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত আবৃত্তি উৎসব থেকে ফিরে।