শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৩

আর পারছি না

সালাহ উদ্দিন মাহমুদ

আর পারছি না- দৃশ্যগুলো দেখার মত না।
সারি সারি মৃতদেহ দেখেÑ চোখ জ্বালা করে ওঠে।

আর কত লাশের মিছিল। এ দেশ কী মৃত্যু উপত্যাকা?
মানতে পারি না- তবুও মানতে হয়।
কাঁদতে পারি না- তবুও কাঁদতে হয়।
মুখে ভাষা নেই- নির্বাক তাকিয়ে রই।

এ কেমন ট্র্যাজেডি জাতির ঘারে?
এ বোঝা হালকা হবার নয়।
এ কেমন বেঁচে থাকার প্রত্যয়?
কাফনের শিয়রে দাঁড়িয়ে এ কেমন স্বান্তনা?
আর পারছি না- আর পারছি না- আর পারছি না।

সালাহ উদ্দিন মাহমুদ
কালকিনি, মাদারীপুর
২৬ এপ্রিল ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন