সালাহ
উদ্দিন মাহমুদ
শুধু
কবিতা লিখবো বলে রক্ত
ঝরিয়েছি একাত্তরে-
শব্দের
পর শব্দ বুনে আবাদ
করেছি স্বাধীনতা।
ভয়ংকর
রাতে কম্পমান মায়ের করুণ মুখ,
ভয়ার্ত
বোনের পাণ্ডুর হাসি দেখেছি কবিতার
চরণে।
শুধু
কবিতা লিখবো বলে করেছি
রাজাকার বধ-
মৃত্যুর
পর মৃত্যু রচে গড়েছি
সোনার বাংলা।
রণাঙ্গনে
যুদ্ধাহত ভাইয়ের দেহ কাধে
নিয়ে
সবুজ
ধানের বুক চিড়ে ছুটেছি
মাঠের পরে মাঠ।
শুধু
কবিতা লিখবো বলে মোরা
যুদ্ধ করেছি নয়মাস-
উদ্বিগ্ন
প্রেমিকার হাত ছুঁয়ে গড়েছি
প্রেমের বন্ধন।
আগামী
শিশুর মুখে মুক্তির হাসি
দেখবো বলে
ছিনিয়ে
এনেছি লাল-সবুজের পতাকাখঁচিত
বিজয়।
শুধু
কবিতা লিখবো বলে স্বপ্নচারী
আজও বেঁচে আছি-
বেঁচে
আছি তোমাদের সশস্ত্র ভালোবাসার অভিনন্দনে।
চেয়ে
আছি দেখবো বলে নরপিশাচের
পৈশাচিক পরাজয়,
নিন্দিত
হবে নরকের দ্বারে- আমি
বলবো, ‘বাংলার জয়’।
সালাহ
উদ্দিন মাহমুদ
মালিবাগ,
ঢাকা।