ও সোনা বউ বড্ড বেশি শীত পড়েছে,
এবার একটু আয় না
কাছে।
আর কতকাল দূরে থেকে কষ্ট দিবি,
একলা শুয়ে হাড়কাঁপানো রাত কাটাবি?
আয় না
কাছে বুকের মাঝে
আসলে পাবি আমার বুকে উষ্ণ আরাম,
তোর শরীরের পরশে
আমার
শরীরজুড়ে বইবে গরম।
ও সোনা বউ কতদিন তোর পাই না ছোঁয়া,
শীত গেলে আর এমন
মজা যায় না পাওয়া।
একটি বারের জন্য হলেও আয়রে কাছে,
ও সোনা বউ বড্ড বেশি শীত
পড়েছে।
প্রথম প্রকাশ: দৈনিক সমকাল
রোববার |৩০ জানুয়ারি ২০১১ |১৭ মাঘ ১৪১৭ |২৪ সফর ১৪৩২
প্রথম প্রকাশ: দৈনিক সমকাল
রোববার |৩০ জানুয়ারি ২০১১ |১৭ মাঘ ১৪১৭ |২৪ সফর ১৪৩২