মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

একগুচ্ছ প্রেমের ছড়া

ইয়াকুব খান শিশির
১.
তুলতুলে গাল
ঠোট টুকটুকে লাল
পাখিঠোটা নাক তার
চন্দ্র কপাল
ঢেউ তোলা কালো কেশ
ডাগর আঁখি
মন বলে তার পানে
চেয়েই থাকি।

২.
প্রেয়সীর হাসি দেখে
কেউ যদি চমকায়
দু’চার কথা শুনে
বার বার দম খায়
কভু কি সে বুঝবে
প্রেম কি তা ছলনা
তার মত ভীতু যেন
প্রেম কভু করে না।

প্রেম যেন করে যার
ভয়হীন চিত্ত
হৃদয়ের নির্যাস
ভালবাসা বিত্ত
ত্যাগ আছে আছে যার
ধৈর্য ও বীর্য
প্রেম তারে খোঁজে তার
পেতে সাহচার্য।

৩.
ওটাকে চোখ বলা দায়
দৃষ্টি চোখের হানলে বুকের
পাজর ভেঙে যায়।

সাগরের গভীরতা কথার কথা
আছে তলদেশ
ও চোখের নাই কিনারা
মাপতে সারা
জীবন হবে শেষ

আকাশের নীল আর কত
সোভা কত কতই বা বিস্তৃত
কতইবা তার উদারতা
ওই চোখেরই মত

ও চোখে জাদু আছে মায়া আছে
আছে ভালবাসা
ও চোখে স্বপ্ন আছে আরো আছে
দুর্বাধ্য এক ভাষা।