সালাহ উদ্দিন মাহমুদ
আমার একদিকে অনল
আমার অন্যদিকে সাগর
আমি কোন পথে যাব?
আমার এক হাতে গরল
আমার অন্য হাতে মরণ
আমি কোনটা বেছে নেব?
আমার এক পাশে কাঁটা
আমার অন্য পাশে নরক
আমি কোন দিকে যাব?
আমার এক পৃথিবী লাঞ্ছনার
আমার অন্য পৃথিবী হতাশার
আমি কোন পৃথিবী চাইব?
আমার এক জীবনে যৌনতা
আমার অন্য জীবনে ভালোবাসা
আমি কোন জীবন পাব?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন