মঙ্গলবার, ১৮ জুন, ২০১৩

কালকিনিতে নজরুলের জন্মজয়ন্তী উদযাপন

সালাহ উদ্দিন মাহমুদ:
বিদ্রোহী কবি নজরুল ইসলামের ১১৪ তম জন্মবার্ষিকী উদযাপন করে মাদারীপুরের কালকিনি উপজেলা শিল্পকলা একাডেমী। গত ১৮ জুন সন্ধ্যা ৭টায় অফিসার্স ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সভাপতি মোহাম্মদ ফজলে আজিমের সভাপতিত্বে সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চ্যাটার্জির সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও অধ্যাপিকা তাহমিনা সিদ্দিকী। নজরুলের সাহিত্য নিয়ে আলোচনা করেন শিল্পকলা একাডেমীর সদস্য ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দেদারুল আলম মুরাদ। আবৃত্তি করেন শিল্পকলা একাডেমীর সদস্য ও সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রী কলেজের বাংলা প্রভাষক সালাহ উদ্দিন মাহমুদ। সংগীত পরিবেশন করেন ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন, শিল্পকলার সংগীত প্রশিক্ষক উমা দাস, মিলন বড়াল, শিশুশিল্পী রাফিয়া  ও সামিউন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন