সালাহ উদ্দিন মাহমুদ
আমি রাত জেগে অন্ধকার দেখি-
দু'চোখে নেচে ওঠে দু:স্বপ্নের বিভিষিকা।
তুমি সুখের পৃথিবীতে ঘুমের ঘোরে
দেখ সাজানো গোছানো রঙ্গিন স্বপ্ন।
আঁচলে তোমার বর্ষা ভেজা ফুল,
অন্ধকারে জ্বলে ওঠে তারার মতন।
ঘাসের বুকে জমে থাকা জলে সিক্ত
তোমার পা দু’খানি রাঙা হয় আরো।
আমি অন্ধকারের বিভিষীকাময় দু:স্বপ্নে
তোমার শাড়ীর কোমল আঁচল ছুঁই।
নিজের অজান্তেই হাতের মুঠোয়
তুলে আনি যুগল সাপের সঙ্গমের বীজ।
দুধ-কলা দিয়ে পোষা দু:স্বপ্নের সাপ
চোখ ফুটলেই প্রতিনিয়ত দংশন করে।
তবু অন্ধকারের দু:স্বপ্নের সান্ত্বনা ভেবে
তাকে আগলে রাখি বিশ্বাসের চুড়ায়।
আমি রাত জেগে অন্ধকার দেখি-
দু'চোখে নেচে ওঠে দু:স্বপ্নের বিভিষিকা।
তুমি সুখের পৃথিবীতে ঘুমের ঘোরে
দেখ সাজানো গোছানো রঙ্গিন স্বপ্ন।
আঁচলে তোমার বর্ষা ভেজা ফুল,
অন্ধকারে জ্বলে ওঠে তারার মতন।
ঘাসের বুকে জমে থাকা জলে সিক্ত
তোমার পা দু’খানি রাঙা হয় আরো।
আমি অন্ধকারের বিভিষীকাময় দু:স্বপ্নে
তোমার শাড়ীর কোমল আঁচল ছুঁই।
নিজের অজান্তেই হাতের মুঠোয়
তুলে আনি যুগল সাপের সঙ্গমের বীজ।
দুধ-কলা দিয়ে পোষা দু:স্বপ্নের সাপ
চোখ ফুটলেই প্রতিনিয়ত দংশন করে।
তবু অন্ধকারের দু:স্বপ্নের সান্ত্বনা ভেবে
তাকে আগলে রাখি বিশ্বাসের চুড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন