জাহিদ হাসান
পকেটে থাকলে টাকা,
প্রেম বলে তুমি পাকা।
মানিব্যাগ হলে ফাঁকা,
প্রেম বলে পালা।
এ রকম টাকার প্রেমকে না...।
প্রথম প্রথম ভালো লাগা-
পরক্ষণেই শুরু ফোনালাপ.
নিমিষেই অন্তরঙ্গ মুহূর্ত-
পরিপুর্ণতার পূর্বেই প্রেম চম্পট।
এ রকম সস্তা প্রেমকে না...।
যেসব বন্ধু নেশা করতে বলে,
সে সব বন্ধুদের না...।
প্রেমে ছ্যাঁকা খেয়ে হতাশায় ডুবে থাকা,
হতাশাকে না....।
যে সব পার্টিতে থাকে মদ,
বিয়ারের মহা উৎসব।
সে সব পার্টিকে না...।
যে সব বর্ষপূর্তিতে
সবাই মেতে ওঠে নেমার উন্মাদনায়,
সে সব বর্ষপূর্তিকে না...।
সমাজ থেকে মাদককে সমস্বরে
না .. না .. না .. না ..।
পকেটে থাকলে টাকা,
প্রেম বলে তুমি পাকা।
মানিব্যাগ হলে ফাঁকা,
প্রেম বলে পালা।
এ রকম টাকার প্রেমকে না...।
প্রথম প্রথম ভালো লাগা-
পরক্ষণেই শুরু ফোনালাপ.
নিমিষেই অন্তরঙ্গ মুহূর্ত-
পরিপুর্ণতার পূর্বেই প্রেম চম্পট।
এ রকম সস্তা প্রেমকে না...।
যেসব বন্ধু নেশা করতে বলে,
সে সব বন্ধুদের না...।
প্রেমে ছ্যাঁকা খেয়ে হতাশায় ডুবে থাকা,
হতাশাকে না....।
যে সব পার্টিতে থাকে মদ,
বিয়ারের মহা উৎসব।
সে সব পার্টিকে না...।
যে সব বর্ষপূর্তিতে
সবাই মেতে ওঠে নেমার উন্মাদনায়,
সে সব বর্ষপূর্তিকে না...।
সমাজ থেকে মাদককে সমস্বরে
না .. না .. না .. না ..।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন