দুলাল সরকার
বালেশ্বর যুদ্ধের কথা বলব তোমাকেÑ
১৯১৫ সাল, বাঘা যতীন, চিত্তপ্রিয়
মনোরঞ্জন, নীরেন্দ্রনাথ ও জ্যোতিষচন্দ্র নামের চার বিপ্লবী
যুদ্ধাস্ত্র গ্রহণে ক্লান্ত ক্ষুধার্ত অপেক্ষমান অবসরে
চিন্তামনি নামের ছদ্মবেশী দারোগার বিশ্বাসঘাতকতায়
সকলের মৃত্যু হলে বাঘা যতীন সব সাথীদের
মৃত্যুর দায় স্বীকার করে চিরবিপ্লবী যতীন সেই অসম যুদ্ধে
প্রাণ হারালে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে
হত্যাকারী পুলিশ কমিশনার টেগার্টকেও তাঁর
দেশপ্রেম ও বীরত্বের কাছে মাথা নোওয়াতে দেখে ভাবি
’৭১ এর হত্যাকারী, লুণ্ঠনকারী, ধর্ষক
পাকিস্তানীরা আজো
বাঙালির কাছে মাথা নত না করে
যে অপরাধ করে চলেছে
তা কত ক্ষমাহীন ও মানবতাবিরোধী।
২২.১১.২০১২
বালেশ্বর যুদ্ধের কথা বলব তোমাকেÑ
১৯১৫ সাল, বাঘা যতীন, চিত্তপ্রিয়
মনোরঞ্জন, নীরেন্দ্রনাথ ও জ্যোতিষচন্দ্র নামের চার বিপ্লবী
যুদ্ধাস্ত্র গ্রহণে ক্লান্ত ক্ষুধার্ত অপেক্ষমান অবসরে
চিন্তামনি নামের ছদ্মবেশী দারোগার বিশ্বাসঘাতকতায়
সকলের মৃত্যু হলে বাঘা যতীন সব সাথীদের
মৃত্যুর দায় স্বীকার করে চিরবিপ্লবী যতীন সেই অসম যুদ্ধে
প্রাণ হারালে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে
হত্যাকারী পুলিশ কমিশনার টেগার্টকেও তাঁর
দেশপ্রেম ও বীরত্বের কাছে মাথা নোওয়াতে দেখে ভাবি
’৭১ এর হত্যাকারী, লুণ্ঠনকারী, ধর্ষক
পাকিস্তানীরা আজো
বাঙালির কাছে মাথা নত না করে
যে অপরাধ করে চলেছে
তা কত ক্ষমাহীন ও মানবতাবিরোধী।
২২.১১.২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন