শুক্রবার, ১৭ মে, ২০১৩

স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসবে ‘বৈচাপাগল’ মঞ্চস্থ

বি এ কে মামুন:
‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন’- শীর্ষক কর্মসূচীর আওতায় স্বপ্ন ও দ্রোহের জাতীয় নাট্যোৎসবে সালাহ উদ্দিন মাহমুদের রচনায় আ জ ম কামালের নির্দেশনায় ‘বৈচাপাগল’ নাটকটি মঞ্চস্থ হয়। গত ১৫ মে সন্ধ্যা ৮টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী, মাদারীপুরের ব্যবস্থাপনায় কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের পরিবেশনায় এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয় ।
এতে অভিনয় করেন সালাহ উদ্দিন মাহমুদ, বি এ কে মামুন, শান্ত কুমার, সঞ্জীব তালুকদার, মেহেদী হাসান মাসুদ, শফিকুল ইসলাম জীবন, মাহমুদা আক্তার, ঝুমা আক্তার, শাকিলা আক্তার, মমগীব, সাকিব মাহমুদ মাসুম, আহসান হাবীব, রুমা ও তনিমা বাগচী।
নাটক শেষে নির্দেশকের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব আরিফ হায়দার ও নৌমন্ত্রীর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন