সোমবার, ৬ মে, ২০১৩

আমি আজ নির্বাক হবো

সালাহ উদ্দিন মাহমুদ

আকাশের দিকে তাকিয়ে থাকলে তুমি ভাবো কবিতা লিখবো কি না
মাঝ রাতে ঘুম ভেঙ্গে বাইরে গেলে তুমি ভাবো নিরুদ্দেশ হবো কি না

সত্যি বলছি আজ তোমাকে ছুঁয়েÑ আমি আর কবিতা লিখব না
তোমার আঁচলে হাত বেঁধে বলছিÑ আমি আর নিরুদ্দেশ হবো না

আমি আজ নির্বাক হবো, আমি অপদার্থ হয়ে যাবো...

তবেই তো আর আমাকে নিয়ে তোমাকে এতো ভাবতে হবে না,
আমার জন্য ভেবে ভেবে রাত্রি জাগবে না।
তুমি পেয়ে যাবে পুরোদস্তুর গৃহপালিত এক মানুষ,
পেয়ে যাবে শয্যা পাশে কামনার আকাক্সিক্ষত পুরুষ।

সালাহ উদ্দিন মাহমুদ
কালকিনি, মাদারীপুর।
০৩ মে ২০১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন