জান্নাতুল ফেরদাউস মীম:
জেজেডি ফ্রেন্ডস ফোরাম কালকিনির উদ্যোগে গত শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাবে সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক আকন মোশাররফ হোসেনের সভাপতিত্বে ‘রচয়িতা’র সহ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদের সঞ্চালনে মোড়ক উন্মোচন করেন সাংবাদিক এইচ এম মিলন। বক্তব্য রাখেন সাংবাদিক বি এম হানিফ, শিক্ষিকা শামীম আরা ডলি, সহ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ ও কবি-কথাসাহিত্যিক আকন মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন রচয়িতার কবি আলী ইদ্রিস, সাংবাদিক রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, নাফিজ সিদ্দিকী তপু, মেহেদী হাসান শান্ত, আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদাউস মীম, জেবা ফারিহা, নাট্যকর্মী আহসান হাবীব, দবির হোসেন, সাব্বির, উথান, রকিব ও জাবির প্রমুখ। সবশেষে উপস্থিত সকলের মাঝে ‘রচয়িতা’ বিতরণ করা হয়।
জামালপুর জেলার ইসলামপুরের রচয়িতা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি আরিফুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’ গত তিন বছর যাবৎ ষান্মাসিক হিসাবে প্রকাশিত হচ্ছে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষতায় মাদারীপুরের কালকিনি বসে এর সহ-সম্পাদনার দায়িত্ব পালন করছেন সালাহ উদ্দিন মাহমুদ। দুই বাংলার একশ’ কবির কবিতা নিয়ে জুন মাসে তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। এপার বাংলা- ওপার বাংলার উল্লেখযোগ্য বইয়ের দোকানে ‘রচয়িতা’ পাওয়া যাচ্ছে।
জেজেডি ফ্রেন্ডস ফোরাম কালকিনির উদ্যোগে গত শুক্রবার সকালে স্থানীয় প্রেসক্লাবে সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক আকন মোশাররফ হোসেনের সভাপতিত্বে ‘রচয়িতা’র সহ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদের সঞ্চালনে মোড়ক উন্মোচন করেন সাংবাদিক এইচ এম মিলন। বক্তব্য রাখেন সাংবাদিক বি এম হানিফ, শিক্ষিকা শামীম আরা ডলি, সহ সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ ও কবি-কথাসাহিত্যিক আকন মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন রচয়িতার কবি আলী ইদ্রিস, সাংবাদিক রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন, নাফিজ সিদ্দিকী তপু, মেহেদী হাসান শান্ত, আবৃত্তি শিল্পী জান্নাতুল ফেরদাউস মীম, জেবা ফারিহা, নাট্যকর্মী আহসান হাবীব, দবির হোসেন, সাব্বির, উথান, রকিব ও জাবির প্রমুখ। সবশেষে উপস্থিত সকলের মাঝে ‘রচয়িতা’ বিতরণ করা হয়।
জামালপুর জেলার ইসলামপুরের রচয়িতা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি আরিফুল ইসলাম সম্পাদিত সাহিত্য পত্রিকা ‘রচয়িতা’ গত তিন বছর যাবৎ ষান্মাসিক হিসাবে প্রকাশিত হচ্ছে। তথ্য-প্রযুক্তির উৎকর্ষতায় মাদারীপুরের কালকিনি বসে এর সহ-সম্পাদনার দায়িত্ব পালন করছেন সালাহ উদ্দিন মাহমুদ। দুই বাংলার একশ’ কবির কবিতা নিয়ে জুন মাসে তৃতীয় সংখ্যা প্রকাশিত হয়। এপার বাংলা- ওপার বাংলার উল্লেখযোগ্য বইয়ের দোকানে ‘রচয়িতা’ পাওয়া যাচ্ছে।