সালাহ উদ্দিন মাহমুদ
বলি বলি করে একটি কথা
হয়নি আজো বলা,
চলি চলি করে একই পথে
হয়নি আজো চলা।
রোজ সকালে ডাকবাক্সে
হাতড়ে ফিরি কি একটা,
প্রাপক হয়ে আমার নামে
নেইতো সেই চিঠিটা।
যখন তোমার সামনে দাঁড়াই
ভাবছি এবার বলি,
তোমার ছাঁয়া সামনে এলেই
বলার আগেই ভুলি।
বলি বলি করে সেই কথাটা
ভুলে যাচ্ছি রোজ,
চলার পথে যে যার মতো
নেয়না কোন খোঁজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন