:: সালাহ উদ্দিন মাহমুদ ::
সেই পুরনো ঘর, পুরনো বিছানা
ছেড়া মশারি, কাঁথা-কম্বল।
সেই পুরনো স্মৃতি-
সারাদিন একই অনুভূতি
আর একগাদা মুখস্থ মানুষ।
বদলায় না কিছুই-
মাঝে মাঝে বদলে যাই আমি,
তবু বারবার ফিরে ফিরে আসি
সেই পুরনোর কাছাকাছি।
কী যে এক মায়া, অশরীরী ছায়া
দূর থেকে কাছে, টানে বারবার।
চোখের পলকে, সুখের ঝলকে
বদলে গিয়েও আগের মতোই
তোমাকেই ভালোবাসি।
সেই পুরনো ঘর, পুরনো বিছানা
ছেড়া মশারি, কাঁথা-কম্বল।
সেই পুরনো স্মৃতি-
সারাদিন একই অনুভূতি
আর একগাদা মুখস্থ মানুষ।
বদলায় না কিছুই-
মাঝে মাঝে বদলে যাই আমি,
তবু বারবার ফিরে ফিরে আসি
সেই পুরনোর কাছাকাছি।
কী যে এক মায়া, অশরীরী ছায়া
দূর থেকে কাছে, টানে বারবার।
চোখের পলকে, সুখের ঝলকে
বদলে গিয়েও আগের মতোই
তোমাকেই ভালোবাসি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন