সোমবার, ১৮ নভেম্বর, ২০১৩

রাজপথে রক্ত-রক্ত খেলা

:: সালাহ উদ্দিন মাহমুদ ::

রাজপথে আজ রক্ত-রক্ত খেলা
আমরাই খেলোয়ারÑ
এখানে ভাইয়ের প্রতিদ্বন্দ্বি ভাই।
তোমরা নীরব দর্শক কিংবা জয় নির্দেশক।

আমার উল্লাসে ভাইয়ের পরাজয়-
আমার মুখের ফুৎকারে নিভে যায়
পিতা-মাতার যাবতীয় স্বপ্নের প্রদীপ,
মুছে যায় বোনের হাতের মেহেদী-
সন্তানের চোখে উঁকি দেয় দুঃস্বপ্নের মেঘ,
আঁধারে ডুবে যায় উজ্জ্বল ভবিষ্যৎ।

তবুও, আমাদের রক্ত ঢেলেই আজ
তোমাদের ক্ষমতার মসনদ পবিত্র করি।

কালকিনি, মাদারীপুর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন