লাবনী আনোয়ার
তোমাকে তখন এক চিমটি সিঁদুর দিতে পারি নি।
আজ আমার বুকে সিঁদুরের নদী বইছে-
কিন্তু এতটুকু সময় নেই যে তোমার সিঁথিকে রাঙাবো।
তোমার সিঁথি আজ রঙিন অন্য কারো স্বপ্নে,
এ বুকে আজ রক্তিম সিঁদুর বইছে নিরবধি।
বুকের পাঁজরগুলো ভেঙে ভেঙে ঢেউগুলি আছড়ে পড়ছে-
কিন্তু দেখার মতো কেউ নেই।
তোমাকে তখন এক চিমটি সিঁদুর দিতে পারি নি
বলে ব্যাকুল ছিল মন।
ভেবেছিলাম একদিন তোমাকে ভাসিয়ে দেব সিঁদুর গঙ্গায়।
সেই দিনটি বুঝি আজ এল।
আমার কাছ থেকে তুমি চলে গেছ
অগ্নিকে সাক্ষী রেখে।
সেই অগ্নি দেখ আজ আমার চোখে ঝরে।
মেহেদীর রঙে রাঙাইনি বলে ব্যাকুল ছিল মন,
আজ বুকের রক্তে রাঙাব তোমার চরণ।
শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
তোমাকে তখন এক চিমটি সিঁদুর দিতে পারি নি।
আজ আমার বুকে সিঁদুরের নদী বইছে-
কিন্তু এতটুকু সময় নেই যে তোমার সিঁথিকে রাঙাবো।
তোমার সিঁথি আজ রঙিন অন্য কারো স্বপ্নে,
এ বুকে আজ রক্তিম সিঁদুর বইছে নিরবধি।
বুকের পাঁজরগুলো ভেঙে ভেঙে ঢেউগুলি আছড়ে পড়ছে-
কিন্তু দেখার মতো কেউ নেই।
তোমাকে তখন এক চিমটি সিঁদুর দিতে পারি নি
বলে ব্যাকুল ছিল মন।
ভেবেছিলাম একদিন তোমাকে ভাসিয়ে দেব সিঁদুর গঙ্গায়।
সেই দিনটি বুঝি আজ এল।
আমার কাছ থেকে তুমি চলে গেছ
অগ্নিকে সাক্ষী রেখে।
সেই অগ্নি দেখ আজ আমার চোখে ঝরে।
মেহেদীর রঙে রাঙাইনি বলে ব্যাকুল ছিল মন,
আজ বুকের রক্তে রাঙাব তোমার চরণ।
শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন