সালাহ উদ্দিন মাহমুদ
আমি এখন অসময়ে সময়ের প্রতিধ্বনি শুনি
হতাশার কাফনে মোড়ানো জীবনের প্রতিচ্ছবি দেখি
ব্যর্থতার মোড়কে আগামীর ছায়া দেখি
জেগে থেকে অলীক স্বপ্ন স্বপ্নের জাল বুনি।
সময়কে এখন অসময়ের পথে হাটতে দেখি
হতাশাকে আশার আলোয় জ্বলতে দেখি
ব্যর্থতাকে সার্থকতার বাজারে চড়াদামে বিক্রি করি
দু:স্বপ্নকে রাতের আড়ালে লুকিয়ে রাখি।
১১.০৬.২০১২
আমি এখন অসময়ে সময়ের প্রতিধ্বনি শুনি
হতাশার কাফনে মোড়ানো জীবনের প্রতিচ্ছবি দেখি
ব্যর্থতার মোড়কে আগামীর ছায়া দেখি
জেগে থেকে অলীক স্বপ্ন স্বপ্নের জাল বুনি।
সময়কে এখন অসময়ের পথে হাটতে দেখি
হতাশাকে আশার আলোয় জ্বলতে দেখি
ব্যর্থতাকে সার্থকতার বাজারে চড়াদামে বিক্রি করি
দু:স্বপ্নকে রাতের আড়ালে লুকিয়ে রাখি।
১১.০৬.২০১২
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন