সোমবার, ১১ জুন, ২০১২

কবিতার সংলাপ

সালাহ উদ্দিন মাহমুদ

-অন্ধকারে কী দেখছ অমন করে?
-কী?
-হয়তো আকাশের তারা
 নয়তো প্রিয়জনের মুখ।
-কবিতা?
-কবিতার মুখ বড়ই ফ্যাকাশে।
-এতো কঠিন কথা আমি বুঝিনা,
 আমিতো তোমার মতো কবি নই।
-কঠিনকে সহজ করে নিতে হয়।
  সবাইতো আর কবি হয না।
-কঠিনকে সহজ করার ক্ষমতা আমার নেই।
-এইতো হয়ে গেল একটি চরণ
  মানুষ যা বলে তা-ই কি কবিতা নয়?
-এত সহজ কবিতা?
-হা, কবিতা সহজ-
  আমরা না বুঝে তাকে কঠিন বলি।
 11.06.2012

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন