রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

বসত করে বুকের মাঝে

সালাহ উদ্দিন মাহমুদ

একটা মানুষ খুব নীরবে বসত করে বুকের মাঝে।
আলোড়নে আন্দোলিত অথচ তা কেউ জানে না,
কেউ জানে না- কেন এমন হৃদয় পোড়ে।
স্মৃতির ধুলা ঝেড়েমুছে বাকি থাকে খুনসুঁটি।
শুভদিনে শুভবার্তা বয়ে আনে কোন সারথি?

একটা মানুষ খুব নীরবে ভালোবাসে হৃদয় দিয়ে।
অগোচরে চোখের জলে লুকিয়ে রাখে- কেউ দেখে না,
কেউ দেখে না হৃদয়ে তার অনবরত রক্তক্ষরণ।
তবুও তারে একটিবারে ‘ভালোবাসি’ বলতে বারণ
বিদায়কালে ব্যথার শোকে হারিয়ে যায় স্বপ্নগুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন