রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

হারানো বছর

সালাহ উদ্দিন মাহমুদ

বিগত বছরে হারাতে হারাতে হারিয়েছি সব,
দিন-রাত, সকাল-সন্ধ্যা হারিয়েছি ভাব।
সয়ে গেছে দুঃখ যত হাসিমুখেই মেনেছি,
এবছর কাটবে ভালো জ্যোতিষ ধরে জেনেছি।


হারিয়েছি কালো চুল- অজান্তের কিছু ভুল,
ভালোবাসার মান রাখতে ভেসে গেছে দু’কূল।
জন্মাবধি গোবেচারা আমি- হারাই বছর বছর,
হারাতে হারাতে হারিয়ে ফেলেছি পুরো একটা বছর।

৩১ ডিসেম্বর ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন