শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

তিনটি কবিতা


সালাহ উদ্দিন মাহমুদ 

:: আমি কেমন আছি ::

বাস্তবতা থেকে অনেক দূরে সরে এসেছি।
এখানে পরাবাস্তব এক মাংসল সত্ত্বা জেগে আছে-
ধীরে ধীরে একক সত্ত্বায় রূপান্তরিত হচ্ছি,
বহুত্ববাদ হারিয়ে যাচ্ছে মন থেকে।
অনেকটা বিচ্ছন্ন জীবন কাটছে আজকাল-
জানি না এভাবে কতকাল কতটা সময় চলবে।
স্বজনের তালিকা সংকীর্ণ হয়ে গেছে-
আমার আমিই কেবল আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।
তাই বিগত দিনের মনপ্রতিবেশি আজ জানে না-
আমি কেমন আছি, কীরকম ভাবে বেঁচে আছি...
মালিবাগ মোড়, ঢাকা

:: তবু চলছে জীবন ::

এখানেই এসে থেমে গেছে জীবনের নদী-
আর কোনো শাখা নেই
নেই কোনো স্রোত
এখানে আসে না ভেসে পালতোলা নাও-
শিশুদের কোলাহল নেই-
নেই জলকেলি খেলা
তবু চলছে জীবন হতাশার বাঁকে বাঁকে-
শরতে যেমন কাটে-
হেমন্তেও হয় না ব্যতিক্রম।
মধ্যবাড্ডা, ঢাকা

:: আমার হত্যার দায়ভার রাষ্ট্রের ::

আমি কোনো ধর্মের অনুসারি নই- একথা সত্য হলেও আমি রাষ্ট্রের নাগরিক।
কোনো ধর্ম আমার নিরাপত্তা না দিলেও-
রাষ্ট্র আমার নিরাপত্তা দিতে বাধ্য।
আজ ধর্ম-রাষ্ট্র একাকার হলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি।
আমি সাম্প্রদায়িক হতে পারি না।
আমি আমার ধর্মে বিশ্বাসী, রাষ্ট্র তা জানে না।
কিন্তু আমার মৃত্যু হলে রাষ্ট্রকেই তার দায়ভার নিতে হয়।
এমনটাই বলতে চেয়েছিলো অনন্ত-অভিজিৎ-নিলয়
বাংলাবাজার, ঢাকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন