শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

চলছে দেশ



সালাহ উদ্দিন মাহমুদ

চলছে দেশ বেশ বেশ,
হত্যাযজ্ঞের নেই তো শেষ
মরছে মানুষ উড়ছে ফানুস,
বিদেশিরা ভয়ে বেহুশ

মরছে লেখক- প্রকাশক,
গোয়েন্দারা আঁকছে ছক
টিভি শোতে টক টক,
করে সবাই বকবক

বিবৃতির মিথ্যাচ্ছলে,
ঘাতকরা কি যাবে চলে?
ঘাতকরা সব গোয়েন্দা জালে,
আটক হবে কোন কালে?

মালিবাগ, ঢাকা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন