সালাহ উদ্দিন মাহমুদ
কী এমন তুমুল প্রয়োজনে বার বার
তোমার কাছে ছুটে আসি,
কেন এমন অবাধ্য টানে চলে আসা?
বার বার ফিরতে চেয়েছি অরণ্যে
শ্বাপদ সংকুল পথে হায়েনার
নখরাঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে হৃদয়।
তোমার বুকের উত্তাল উর্মিমালা
উত্তাল করেছে হৃদয় তীর,
লবণাক্ত জল মিলেমিশে হয়েছে একাকার।
কী এমন প্রয়োজন ছিল ছুটে আসার?
কেন অলৌকিক সুতার টানে
নড়ে ওঠে আমার অস্তিত্বের নোঙর।
আমিতো এমনটি চাইনি কখনো
ফিরে যেতে চাই অরণ্যের মাঝে,
তবু অধরা সুখ কেন পিছু ডাকে।
কী এমন তুমুল প্রয়োজনে বার বার
তোমার কাছে ছুটে আসি,
কেন এমন অবাধ্য টানে চলে আসা?
বার বার ফিরতে চেয়েছি অরণ্যে
শ্বাপদ সংকুল পথে হায়েনার
নখরাঘাতে ক্ষত-বিক্ষত হয়েছে হৃদয়।
তোমার বুকের উত্তাল উর্মিমালা
উত্তাল করেছে হৃদয় তীর,
লবণাক্ত জল মিলেমিশে হয়েছে একাকার।
কী এমন প্রয়োজন ছিল ছুটে আসার?
কেন অলৌকিক সুতার টানে
নড়ে ওঠে আমার অস্তিত্বের নোঙর।
আমিতো এমনটি চাইনি কখনো
ফিরে যেতে চাই অরণ্যের মাঝে,
তবু অধরা সুখ কেন পিছু ডাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন