বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

মে দিবসের কাব্য

 - সালাহ উদ্দিন মাহমুদ

 এ কবিতা হাতুড়ে ও কাস্তের

এ কবিতা চাকায় চাকায় ঘোরে

এ কবিতা কংক্রিট ও পাথরের

এ কবিতা মেহনতি মানুষের।

 এ কবিতার গা বেয়ে এখনো ঘাম ঝরে

নারীর বগলের ঘাম জমে ওঠে

শিশুর নরম হাতে ভাড়ি হাতুড়ের আওয়াজ ওঠে

শ্রমিকের রক্তের ধারায় রচিত হয় প্রতিটি পঙক্তি।

 মে দিবস এলেই এ কাব্য রচিত হয়

‘দুনিয়ার মজদুর এক হও’- স্লোগান ওঠে

শিকাগোর কান্নায় কবিতার বুকে জাগে বেদনার সুর

দাবির মিছিলে জড়ো হয় অগণিত বঞ্চিত মানুষ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন