সালাহ উদ্দিন মাহমুদ
বৈশাখ এলে মনে মনে ভাবতে লাগে বেশ,
অনেক দিন পরে পাব বাঙালিয়ানার রেশ।
বৈশাখের সকাল বেলা পান্তা আর ইলিশ,
ফিরিয়ে দেয় খাবারে পুরণো সেই আবেশ।
শাড়ি পড়ে সেজে-গুজে ভুলে যাই জিন্স,
পরক্ষণেই সব ছেড়ে পড়তে হবে টপস।
পাঞ্জাবি-লুঙ্গি পড়ে ক্ষণিকে হই বাঙালী,
বিকালেই শার্ট-প্যান্টে শত জোড়াতালি।
মুখে মুখে বাঙালি আর অন্তরে হই ঘৃণ্য,
দেশি সংস্কৃতি ছেড়ে খুঁজি বিদেশি পণ্য।
যদি কাকের লেজে পড়াই ময়ূরের পালক,
কখনোই কি তা জুড়াবে আমাদের চোখ।
সকলে মনে প্রাণে বাঙালী হতে হবে আজ,
আজ হতে সাজতে হবে সর্বদা নিজস্ব সাজ।
আমি পুরো বাঙালী এ হোক আমাদের গর্ব,
আমাদের সংস্কৃতি আর হতে দেব না খর্ব।
০৮.০৪.২০১২, রাত ১২.২১টা।
বৈশাখ এলে মনে মনে ভাবতে লাগে বেশ,
অনেক দিন পরে পাব বাঙালিয়ানার রেশ।
বৈশাখের সকাল বেলা পান্তা আর ইলিশ,
ফিরিয়ে দেয় খাবারে পুরণো সেই আবেশ।
শাড়ি পড়ে সেজে-গুজে ভুলে যাই জিন্স,
পরক্ষণেই সব ছেড়ে পড়তে হবে টপস।
পাঞ্জাবি-লুঙ্গি পড়ে ক্ষণিকে হই বাঙালী,
বিকালেই শার্ট-প্যান্টে শত জোড়াতালি।
মুখে মুখে বাঙালি আর অন্তরে হই ঘৃণ্য,
দেশি সংস্কৃতি ছেড়ে খুঁজি বিদেশি পণ্য।
যদি কাকের লেজে পড়াই ময়ূরের পালক,
কখনোই কি তা জুড়াবে আমাদের চোখ।
সকলে মনে প্রাণে বাঙালী হতে হবে আজ,
আজ হতে সাজতে হবে সর্বদা নিজস্ব সাজ।
আমি পুরো বাঙালী এ হোক আমাদের গর্ব,
আমাদের সংস্কৃতি আর হতে দেব না খর্ব।
০৮.০৪.২০১২, রাত ১২.২১টা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন