বৃহস্পতিবার, ১০ মে, ২০১২

বহু দিন পর


        কৃষ্ণা সারথী

বহুদিন পর যখন তোমার সাথে দেখা
তোমার দু’টি চোখে আনন্দের উত্তাল বন্যা।
যেন অভিজ্ঞতাস্নাত এক মধ্যবয়স্ক পুরুষ,
একজন নির্ভরযোগ্য, আদর্শ স্বামী
কিংবা দায়িত্বশীল বাবা।

হয়তো আবার হবে দেখা
আমরা তখন জীবনের শেষপ্রান্তে দাঁড়িয়ে,
বয়সের ভারে রোগাক্রান্ত বৃদ্ধ-বৃদ্ধা।

সেদিন স্মৃতির পাতা উল্টে দেখব দু’জন
অতীতের ক্ষত চিহ্ণগুলি।
একদিন পা রাখবো পরপারের ডিঙ্গিতে,
ক্ষণিকের পৃথিবী থেকে মুছে যাবে সব
ভালোবাসার স্মৃতি প্রেমকাহিনী।

আর দেখা হবে না,
প্রতীক্ষায় পথ চেয়ে থাকবো না,
গল্পলোকে পাবো তোমায়
সে আশায় আর থাকবো না,
বহুদিন পর আর দেখা হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন